বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধীন টেংরা বেতসান্দি আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সোমবার বাদ যোহর স্থানীয় জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হেলাল আহমদ সেবুল, সহ-নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাজন। কাউন্সিলে সাইদুল ইসলামকে সভাপতি, নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বদরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে, বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সোমবার বিকেলে কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। কাউন্সিলে নোমান আহমদকে সভাপতি,ইকবাল আহমদকে সাধারণ সম্পাদক ও সেবুল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।