বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদী সংলগ্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। তিনি গতকাল সোমবার উপজেলার সুরমা পাড়ের বন্যাকবলিত মাধবপুর গ্রামের বন্যার্ত মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও মাহতাবপুর, শাহপুর, খূজার পাড়া ও সাহেব নগরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ও মানুষের কষ্ট লাঘবের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক দেবজিৎ সিংহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া প্রমুখ।