বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জাতীয় যুব সংহতির কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বাগিছা বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। যুবসংহতি নেতা খালেদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, নুরুল ইসলাম, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা লাখন মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা সাইদুর রহমান, তাজ উদ্দিন বাবুল, নাজমুল ইসলাম, বাবুল মিয়া, আতাউর রহমান, কামরুজ্জামান, শের খান, গিয়াস উদ্দিন, মিজান মিয়া, খছরু মিয়া, সোনাফর আলী, ঝুনু মিয়া, রফিক মিয়া, লেছু মিয়া, আনোয়ার মিয়া, এনাম উদ্দিন, ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় খালেদ আহমদকে আহবায়ক ও রিপন আহমদকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট দেওকলস ইউনিয়ন জাতীয় যুবসংহতির আহবায়ক কমিটি গঠন করা হয়।