বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব পংকি খান গুরুত্বর অসুস্থ। বুধবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁকে সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
পংকি খানের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে সর্বস্থরের মানুষের দোয়া কামনা করা হয়েছে। উপজেলার পুরাণ বাজারস্থ বায়তুল নাজাত মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী’সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের অসুস্থতার সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব পংকি খান। এসময় তিনি পংকি খানের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর শয্যা পাশে বেশ কিছু সময় কাটান।