বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার বলেছেন, শিক্ষার্থীরা যাতে সৃজনশীল শিক্ষার্জন করতে পারে সেজন্য শিক্ষকদেরকে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের শিক্ষাখাতে মনোযোগী হতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের রিয়াজের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবদুর রব সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য হাবিবুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল লতিফ, বন্ধুয়া নতুন মসজিদের ইমাম শাফি আহমেদ, সহকারি শিক্ষক সুহেল মিয়া,গিয়াস উদ্দিন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন মুরব্বী মন্তাজ আলী, আবু ছইদ, হেলালুল ইসলাম ইছবর আলী, আবুল কালাম, সহকারি শিক্ষিকা জাহেদা খাতুন, শিক্ষক শামিম আহমেদ, লাভলী বেগম, নাজমুন নাহার বিউটি প্রমুখ।