বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ী, বিভিন্ন মামলার পলাতাক আসামীসহ ১২জন কে আটক করেছে। গত শুক্রবার রাতে উপজেলার পৃথক স্থান অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন-জুয়াড়ী উপজেলার কাঠলীপাড়া গ্রামের মৃত আবদুস সত্তারের ছেলে কবির আহমদ (৩৫), একই উপজেলার ধলিপাড়া (মাঝপাড়া) গ্রামের আবুল বশরের ছেলে জয়নাল আবেদিন (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার সাতাক গ্রামের মৃত এমদাদ আলীর ছেলে আকরম আলী (৫৫), বিশ্বনাথ উপজেলার বাউসি গ্রামের মৃত হাজী সুনু মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), দশঘর গ্রামের ছাবির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২), মফিজ আলীর ছেলে শুকুর আলী (২৮), আবদুল গণির ছেলে আবদুস সামাদ (২৪), মৃত আবদুল করিমের ছেলে আবদুল আহাদ (৩৫), দশঘর (কর্মাগাও) গ্রামের আমির আলীর ছেলে মঈনুল ইসলাম (২২)। এদিকে, সাজাপ্রাপ্ত ও পলাতক আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তি, রফিকুল ইসলাম বাদল, এসআই কামরুল আহমদ, এএসআই কামরুজ্জামান, এএসআই জামাল খান, এএসআই তালেব আলীর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯ জোয়াড়ী, ৩ পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়।
জুয়াড়িসহ ১২জন আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকাল শনিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।