সিলেটে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০১৯-২০২০ সেশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলীর সভাপতিত্বে ও সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিনের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্ত্বিতে রুহেল খানকে সভাপতি, এ কে এম তুহেমকে সাধারণ সম্পাদক ও তরুণ ব্যাবসায়ী জুয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল সহ সংগঠনের সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন প্রতি দলের টিম ম্যানেজার ও খেলোয়ার বৃন্দ।