সিলেটের আলো:: বিয়ানীবাজার উপজেলার গজারাই এলাকার দুই পরিবারের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩/০৪/২০২১ ইং তারিখে মারামারি সংগঠিত হয়। মারামারি একতরফা হওয়ায় গুরুতর আহত হন হিফজুর রহমান (৩৫) পিতাঃমৃত আজির উদ্দিন সাং গজারাই, বিয়ানী বাজার।
হামলাকারী নাজিম উদ্দিন, হারুন রশিদ, ফায়েক পিতা- নুরমিয়া । তাদের হামলায় গুরুতর আহত হিফজুর রহমান কে বিয়ানীবাজার স্হানীয় স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্হা খারাপ মনে হলে চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আই সি ইউ তে নেওয়া জরুরী হয়ে পড়ে, কিন্তু হাসপাতালে আই সি ইউ বেড খালি না থাকায় রোগীকে একটি প্রাইভেট ক্লিনিকে আই সি ইউ তে নেওয়া হয়, সেখানে চিকিৎসা কালীন অবস্থায় মৃত্যু হয়। স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যামামলা দায়ের করেন এবং হামলা কারী উপরোল্লিখিত তিনজনকে আসামী করা হয়।মামলার নং- ০৫ বিয়ানীবাজার থানা। অদ্য ১১/০৫/২০২১ ইং তারিখে হামলার শিকার গুরুতর আহত হিফজুর রহমান কে হসপিটাল নেওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। জানা যায় আসামী দুই জনকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা জানতে তাহার ভাই পারভেজ আহমদ রাজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার ভাই হিফজুর রহমান কে বিনা উস্কানিতে আসামীগন ক্ষমতার জোরে অতর্কিত হামলা করে এবং ক্লিনিকে আই সি ইউতে ভর্তি থাকা অবস্হায় আজ আমার ভাই মৃত্যুবরন করেন। আমরা এই ঘটনার আসামিদের ল বিচার চাই ও ফাঁসি চাই।