সিলেটের আলোঃঃ বিয়েতে সাধারণত বর-কনে একে-অপরকে ফুলের মালা বদল করে থাকে। কিন্তু করোনাভাইরাস পাল্টে দিল এই উৎসব রীতিকেও! তাইতো বিয়েতে ফুলের মালার বদলে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন নবদম্পতি। এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।
ভারতের সংবাদমাধ্যম জানায়, গত সোমবার রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিয়ের ছবিতে দেখা যায়, পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় জোড় বাঁধা ছিল। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্যটা রাখা হয় বেশ খানিকটা লম্বা।