January 23, 2025, 1:52 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বৃটিশ বাংলাদেশী কবি-আহমেদ সৈয়দ শাহনুর ২৫ জানুয়ারি দেশে আসছেন

বৃটিশ বাংলাদেশী কবি-আহমেদ সৈয়দ শাহনুর ২৫ জানুয়ারি দেশে আসছেন

 

বৃটিশ বাংলাদেশী কবি-আহমেদ সৈয়দ শাহনুর জাতীয় বই মেলা কে সামনে নিয়ে ইংল্যান্ড থেকে আজ দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি কাতারে একরাত্র যাত্রা বিরতি করবেন এবং পঁচিশ জানুয়ারি  বিকাল ৫টায় বৃটিশ এয়ারওয়েজে অবতরণ করবেন।
এবারের বইমেলায় কবির তিনটি বই প্রকাশিত হচ্ছে ( ১, কবিতা-জন্মভূমি, ২য়,ভ্রমন বিষয়ক বই-ইংল্যান্ড টু আলবেনিয়া, এবং তৃতীয়, গল্পের বই- দুঃসময়)

কে এই আহমেদ সৈয়দ শাহনুর তাঁর ছোট্ট পরিচিতি তুলা ধরা হল।

কবি পরিচিতিঃ
নাম:— আহমেদ সৈয়দ শাহনুর।
জেলাঃ সুনামগঞ্জ , জগন্নাথপুর উপজেলা, গ্রাম সৈয়দপুর (বুধরাইল)

বর্তমান ঠিকানা- লীডস যুক্তরাজ্য,
১৯৭০ সালে জন্মগ্রহণ। হযরত শাহজালাল (রহ.)এর সফরসঙ্গীর অন্যতম প্রধান আউলিয়া হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (রহ.) এর বংশোদ্ভূত । পিতা সৈয়দ খালিদ মিয়া এবং মাতা সৈয়দা জমসী বিবির ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ।
মদন মোহন কলেজ থেকে বি এ
পরবর্তীকালে যুক্তরাজ্যের canterbury christ church university, Uk হতে Travel and tourism এর উপর উচ্চতর ডিগ্রী অধ্যায়ন।
কবি বংলা উর্দু হিন্দি ফার্সী ও ইংরেজী ছয়টি ভাষায় কম বেশি পারদর্শী।
প্রকাশিত বইয়ের সংখ্যা এ পর্যন্ত এগারটি একক বই এবং ষোলটা যৌথ বই প্রকাশ পেয়েছে।
(ক্ষণিকের সুখ, ধর্ষিত সমাজ (গল্প),কবি’র আলপনা , প্রণয়ী হৃদয়, মাতৃভূমি (কবিতা),ইংল্যান্ড টু আলবেনিয়া ২০২২ (ভ্রমণ কাহিনী), ইতিকথা (গল্প) সহ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সবকটি জাতীয় দৈনিক পত্রিকায় কবিতা ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবির মননশীলতায় সাহিত্য অনুরাগী মানুষের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।

বাংলা সাহিত্যে পদার্পণ★

পবিত্র কোরআনে অবতীর্ণ প্রথম বাক্য হচ্ছে—اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ—তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি কর্তা। Read! In the Name of your Lord, Who has created, শৈশব থেকেই বাংলা সাহিত্য পড়তে মনে খুব সাধ আহ্লাদ জেগে উঠত, কিন্তু বই ক্রয় অক্ষমতার কারণে গাঁয়ের শ্রীমান ও বড়দের কাছে থেকে বই ধার করে কবিতা ও উপন্যাস পড়তেন কবি।
ডুব-সাঁতার দেয়া পরন্ত রোদে বুনো হাঁসের মত মোহময় শৈশবে বাংলা বইয়ের কতিপয় গল্প পড়ে, ডাহুকের কেঁদে ওঠার মতো লেখক হওয়ার নেশা অমৃত অনুপ্রেরণার জন্ম হয়েছিল এ মনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল,শরৎচন্দ্র প্রমুখ বিশ্ব-বিখ্যাত কবি-লেখক ছিলেন কবির অতিব পছন্দের।
তারপর আধুনিক কথা শিল্পে সময়ের সিংহ পুরুষ প্রয়াত হুমায়ূন আহমদের গল্পসমগ্র থেকে শুরু করে ইলিয়াস, শহিদুল,জহির হয়ে একসময় বই পড়ার অভ্যাস পাড়ি জমাতে থাকলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে।
তখন জীবন-জীবিকা এবং পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে সদ্যই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে।
সেখানে দেখা হলো ভিন-ভাষী লেখক-মার্কেস, কাহফকা,বোর্হেস এবং আরাবী কবি ইমরুল কয়েছের মতো সময়ের নক্ষত্রের নৈপুণ্য লেখার সাথে।লেখালেখির একদম শুরুতে জীবনানন্দ দাশের “সবিতা” নামক একটি কবিতা তাঁকে কবি হতে উদ্ভুদ্ধ করেছিল। কবিতা জগতের মহাসাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,শেখ সাদী,আবুল হাসান,আল মাহমুদ,কিংবা আল্লামা ইকবাল,আল্লামা রুমির সৃষ্ট বাক্যে হয়ে যেতেন পর্যুদস্ত! যা এই ক্ষীণ মনের জন্য এক অগাত অসাম্য পাওয়া।
কথিত আছে—শুধু তৃষ্ণার্তরাই পানির সন্ধান করে না, কখনো কখনো পানি-ও তৃষ্ণার্তদের সন্ধান করে।কথাটা আল্লামা জালালউদ্দিন রুমি’র। কবিতা বা অন্য কিছু লিখতে গিয়ে কবির মনো মাঝেও এমনই মনে হয়। আর সেই মনে হওয়া থেকেই এ প্রজন্মের সাহিত্যে বিচরণ।
★লেখা পড়া ব্যতিরেকে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই! তাই,নিজেক আজীবন লেখাপড়ার মধ্যে নিয়জিত রাখতে সকলের দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করেন কবি আহমদ সৈয়দ শাহনুর।

সম্মাননাঃ
স্বপ্ননীল সাহিত্য চর্চা পুরষ্কার ২০২১,
Community prestigious award Leeds UK .
রবিন্দ্র সাহিত্য পরিষদ কলকাতা ২০১৯,
জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ২০২০,
International literature would
(আন্তর্জাতিক সাহিত্য ভূবন) 15/10/20
Online literature group uniti aword. 2022 US-Bangal international award ২০২২ সহ আরো অনেক সম্মাননা ।

কর্মজীবনঃ
১৯৯৩ সালের ২০ এপ্রিলে যুক্তরাজ্যে চলে আসার পর থেকে শুরু হয় কর্মযজ্ঞের সাথে পার্ট টাইম লেখা পড়া। বাড়ির পাশেই ছিল বৃটেনের একটি বিখ্যাত কলেজ নাম ছিল তমাসডানবিহ কলেজ, এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একে একে পূর্ণাঙ্গ ইছল কোর্স কমপ্লিট করেন কবি। এদিকে জিবীকা নির্বাহের জন্য ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে ফুলটাইম কাজ শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সেফের কাজ শিখে ফেলেন এবং সার্টিফাইড সেফ হিসেব পরিচিতি লাভ করেন।

সেফ সার্টিফিকেটের জন্য অপরিহার্য ছিল বেসিক ইনভার্মেনটাল হেলথ সার্টিফিকেট, তাও আরেকটি প্রাইভেট কলেজ থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে ইনভার্মেন্ট অফ হেলথ এর সর্বোচ্চ লেভেল অর্জন করেন কবি। এভাবে নিয়মিত প্রায় দশ বছর হেড সেফের কাজ করার পরে
ছোট আকারের নিজেস্ব একটি ব্যবসা শুরু করেন তিনি ।এর পর থেকে একে একে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হতে থাকেন তিনি এবং আজ পর্যন্ত রেস্টুরেন্ট এবং ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত আছেন।

পারিবারিক অবস্থানঃ

চার ছেলে দুই মেয়ে নিয়ে নর্থ ইংল্যান্ড লীডসে স্থায়ী বসবাস ।
ইতিমধ্যে দুই ছেলে ও এক মেয়ে বৃটেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ফার্স্টক্লাস ফার্স্ট হয়ে অধ্যায়ন জীবন শেষ করে সম্মানের সহিত চাকরি রত আছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com