সিলেটের আলোঃঃ বেপরোয়া ট্রাকের চাপায় সিলেট নগরীর খাসদবীর এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের কুটি মিয়া (৩৬)। তিনি খাসদবির এলাকার মৃত নুর মিয়ার ছেলে। এ ঘটনার পর আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইয়াছিন। তিনি জানান, বেপরোয়া ট্রাকের চাপায় খাসদবীর এলাকার কুটি মিয়া (৩৬) ঘটনাস্খলেই মারা যায়। তার লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতারা এই সড়কে অবরোধ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।