April 23, 2025, 9:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
ব্যারিষ্টার আব্দুস সালাম কে নিয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুল হাই রাজন এর আবেগঘণ স্ট্যাটাস

ব্যারিষ্টার আব্দুস সালাম কে নিয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুল হাই রাজন এর আবেগঘণ স্ট্যাটাস

সিলেটের আলোঃ  ছাদিকুর রহমান সোহেলঃঃ  ব্যারিষ্টার আব্দুস সালাম কে নিয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুল হাই রাজন এর আবেগঘণ স্ট্যাটাস সিলেট তিন আসনে করোনা মহামারিতে দেশের মানুষের জন্য এাণ বিতরণ করায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম কে নিয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুল হাই রাজনের আবেগঘণ স্ট্যাটাস

হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ে এই আবেগি স্ট্যাটাস ও নজর কাড়েন নেতাকর্মীদের আবেগি স্ট্যাটাস দেওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আব্দুল হাই রাজন নেতাকর্মীরা বলেন যে এত দিন দরে এই কথা আমরা বলতে পারি নাই আজ আমাদের নেতা আব্দুল হাই রাজন বলেছেন, গতকালকে দেখা যায় যে রবিবার ৩/৫/২০২০ ইং সকাল আনুমানিক এক ঘটিকা সময় আব্দুল হাই রাজন নামে ফেসবুক আইডিতে আবেগি স্ট্যাটাস নজরে পড়ে তখন মুঠোফনে

আব্দুল হাই রাজনের সাথে যোগাযোগ করা গেলে উনি বলেন ফেসবুকে যা লিখেছি এই কথা আমার না, ভাই এই কথার দক্ষিণ সুরমা নেতাকর্মীর কথা আমি লিখেছি জানি আমার উপরে অনেক ষড়যন্ত্র চলতে পারে কিন্তু আমি একদম সত্য কথা লেখছি ভাই ব্যারিষ্টার আব্দুস সালাম ভাই ব্যক্তিগতভাবে উনি একজন খুবই ভালো মনের মানুষ নেতাকর্মীদের মন জয় করেছেন নেতাকর্মীরা দক্ষিণ সুরমায় ব্যারিষ্টার আব্দুস সালাম ভাই কে পাসে চায়, আবার অন্য কথা জিজ্ঞাস করলে আব্দুল হাই রাজন উনি এড়িয়ে যান।

আব্দুল হাই রাজনের এই আবেগঘণ স্ট্যাটাস দেখা যায় যে লক্ষণীয়: এই পোষ্ট চরম গ্রুপবাজ এবং রাজনৈতিকভাবে অন্ধদের পড়া নিষেধ, আমার জানামতে ব্যারিষ্টার এম,এ সালাম যিনি বিগত পাচঁটি জাতীয় নির্বাচনে বিএনপির নমিনেশন প্রাপ্তির জন্য সর্বোচ্ছ চেষ্টা করেও পাননি কারণ সিলেট তিন আসনের শফি চৌধুরী উক্ত আসনকে নিজের পৈত্রিক সম্পওিতে পরিণিত করেছিলেন। পক্ষান্তরে ব্যারিষ্টার এম,এ সালাম জনপ্রতিনিধি না হয়ে বিভিন্ন দূর্যোগকালিন সময়ে জনগণের পাশে দাড়িঁয়েছেন। এবারও তাঁর ব্যত্যয় হয়নি। যখন করোনাকালিন দূর্যোগের সময় ত্রাণ বিতরনের জন্য ক্ষুর্ধাত জনগণ যখন শফি চৌধুরী সহ বিএনপির কোন নেতাকে খূজেঁ পাচ্ছিল না ঠিক তখনি ব্যারিষ্টার এম,এ সালাম তাঁর সাধ্যনুযায়ী সূদূর ইংল্যান্ডে মৃর্ত্যুর দ্বারমুখে অবস্থান করে ত্রাণ বিতরণে এগিয়ে এসেছেন এবং তাঁর কাজে অনুপ্রাণিত হয়ে বর্তমানে (শফি চৌধুরী ব্যতিত) বিএনপির অনেক নেতাকে ত্রাণ বিতরণে দেখা যাচ্ছে। যা সত্যিই আমাদের জন্য আশাব্যঞ্জক কারণ ক্ষুধার্ত মানুষ জানে ক্ষুধার কি জ্বালা। আমি বিশ্বাস করি ব্যারিষ্টার এম,এ সালাম এর মত নেতা্রাই বিএনপি কিংবা আওয়ামীলিগ যে দলেরই হোক না কেন প্রকৃত অর্থে দেশ ও দশের সম্পদ। সুতরাং দেশ ও দশের সম্পদকে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায় তা হবে রাজনৈতিক দলগুলোর চরম ব্যর্থতা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com