নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ক্বীন ব্রীজ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক শফিকুল ইসলামের ছিনতাই হওয়া টাকা, ট্যাব,মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত- আলী হোসেন প্রকাশ মাইল্লা(২৩),আনহার রাজা চৌধুরী প্রকাশ রনি (২৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জালালাবাদ থানার ওসির বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকাল ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক মো. শফিকুল ইসলাম ও তার সঙ্গি অমিত দেব বালুচর পয়েন্টে পৌঁছালে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা কিস্তির ৯৩হাজার ৪শ৩৫ও ট্যাব, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এরই মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ছিনতাইয়ে জড়িত বাকি ছিনতাইকারীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি আখতারের বরাত দিয়ে জানান জেদান আল মুসা।