অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর শহরে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। আবদুল্লাহ নামে ওই সন্ত্রাসীকে রোববার সকালে মুজাফফরনগরের কুতেসারা এলাকা থেকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)।
এনআইএ ও এটিএস কর্মকর্তাদের বরাত দিয়ে দুপুরে বিষয়টি জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, আব্দুল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণদের দলে ভেড়ানো এবং তাদের অস্ত্র সরঞ্জাম সরবরাহসহ কারিগরি সহায়তা (লজিস্টিক্যাল সাপোর্ট) দিয়ে আসছিলেন।
এনআইএ’র একটি সূত্রের, আব্দুল্লাহ ২০১১ সাল থেকে উত্তরপ্রদেশে বসবাস করছিলেন। প্রথম দিকে তিনি দেওবন্দে থাকলেও গত মাসেই চলে আসেন মুজাফফরনগরের কুতেসারায়।
অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের (এটিএস) শীর্ষ কর্মকর্তা অসীম অরুণ জানান, আবদুল্লাহ ভারতে বাংলাদেশি তরুণদের সন্ত্রাসী দলে ভেড়ানোর কাজের পাশাপাশি তাদের ভুয়া পরিচয়পত্র এবং লুকিয়ে থাকার জন্য গোপন আস্তানার ব্যবস্থা করে দিতেন।
আব্দুল্লাহর কাছ থেকে ভুয়া পাসপোর্ট, আধার ও ১৩ পরিচয়পত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। এই সংগঠনটির বিরুদ্ধে একাধিক ব্লগার হত্যার অভিযোগ রয়েছে।
এসময় আরো তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এটিএসের ওই শীর্ষ কর্মকর্তা।
এদিকে আইএস ভাবধারায় উদ্বুদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতারের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের পুলিশ প্রশাসন। তারা এ সংগঠনসহ সন্ত্রাসবাদী অন্য সংগঠনের সদস্যদের ধরতে অভিযান জোরদার করছে।