সিলেটের আলো:: কতবার কত অভিমান হলো
কতবার ছেড়ে গেলি কোলাহল বাজিয়ে প্রাণে।
সে যাওয়ায় বিশ্বাস ছিলো ফিরে আসার
বিশ্বাস ছিলো অন্তর্তম ভালোবাসার।
এবার যখন শেষবারের মতো চলে গেলি আপনালয়ে
জানিস ,কতটা নিথর ছিলো ধরণী তখন !
কতটা নীরব ছিলো হাওয়ার কাঁপন !
একটি গাছের পাতাও নড়েনি
একটি শুকনো পাতাও ঝরেনি
সবাই কি তবে আগেই জেনে গিয়েছিলো
এ আমাদের বিচ্ছেদই কেবল নয়
এ হবে আমাদের ভালোবাসার মরণ !
তবুও সবার অশ্রু কেন হলো এতটা নিঠুর ?
আকাশে মেঘ ছিলো না মোটেও
ছিলো না নদীতেও তুফান কোনো
অথচ, আমার বুকের ঝড় আজও কেন
তুমুল বর্ষণের অপেক্ষায় বুভুক্ষু সারাক্ষণ?
কে এমন জোয়ার এনে দিলো দু’চোখের নোনাজলে?
অন্তরে যখন মেনেই নিয়েছি প্রিয় বিরহ শোক
মেনে নিয়েছি দুঃসহ বেদনায় পোড়া অন্তর্লোক,
বিশ্বাস হন্তা মন আর কোনদিন ফিরবে না তোর দ্বারে
ভালোবাসার কবর তাই দগ্ধ চিত্তের সাজানো বাসরে।