সিলেটের আলোঃঃ সিলেটের প্রবীণ নেতা মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জাতীয় পার্টি এক নিবেদিত প্রাণকে হারালো। মরহুম মকবুল হোসেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে হুসেন মোহাম্মদ এরশাদের সৈনিক হিসেবে অদ্যাবধি সম্পৃক্ত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দলের সুখ-দুঃখে সব সময় মকবুল হোসেন নেতাকর্মীদের পাশে ছিলেন। কোনদিন দল থেকে কোন ধরনের সুযোগ সুবিধা নেননি। তিনি ছিলেন একজন সত্যিকারের এরশাদ প্রেমি মানুষ।
বিবৃতিদাতা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ্ আলম ও সদস্য সচিব তাজ উদ্দিন আহমেদ এপলু, সদস্য- আব্দুল কাইয়ুম, আপ্তাব মিয়া, আব্দুল আলিম, আব্দুল সাত্তার, হিরা মিয়া, নিজাম মিয়া, ইলাছ মিয়া, নজির মিয়া, দেলওয়ার জাহান ফুল মিয়া, কয়েছ আহমদ, শহিদ আহমদ, আইয়ুব আলী মেম্বার, সানা মিয়া, মিলন মেম্বার, দিলোয়ার আহমদ, রজব মিয়া, আলা উদ্দিন, মাসুক মেম্বার, আতিক মিয়া, ইমরান আহমদ, সাদিকুর রহমান সোহেল, মোবাস্বিও আলী, ফয়জুল রহমান গেদুল, মনোয়ার মিয়া, বাচ্চু মিয়া, সানাউল হক সানা, আফরোজ মিয়া, আব্দুল মালিক, সাঈদ আলী, মো: সেলিম আহমদ, এনামুল হক এনাম প্রমুখ।
উল্লেখ্য, আজ রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।