অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজারে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার কবর পাওয়া গেছে। এছাড়া অনেকে আহত হয়েছে। ইতোমধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট কাজ করছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো এসিতে হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, কোনো ট্রান্সমিটার বিস্ফোরিত হয়েছে। কেউ কেউ বলছেন, কোনো ভবনের মধ্যে জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে দেখা যায়, কয়েকটি ভবনের পিলার ধসে পড়েছে, কাচ ভেঙে পড়েছে সড়কে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।