মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় পাঁচ আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মিকাইল হোসেন, সিরাজুল ইসলাম, দীপক বিশ্বাস, লক্ষীকান্ত বিশ্বাস ও আমিনুর রহমান। তাদের বাড়ী উপজেলার মদনপুর, কাজিয়াড়া, পাড়দিয়া ও জালালপুর গ্রামে। মণিরামপুর থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান, আটককৃতদের নামে থানায় মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে।