স্থানীয়রা জানিয়েছেন, শাহাব উদ্দিনের মাথায় আঘাত করে তেতলে দেয়া হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হচ্ছে কেউ কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারে নি পুলিশ। শাহাব উদ্দিনের সাথে একই কক্ষে থাকা আম্বরখানার রমজান নামের অপর এক ফল ব্যবসায়ী সকাল থেকেই লাপাত্তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে পুর্ব বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে। পুলিশ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।
লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি