সিলেট সদর উপজেলার যুগীরগাঁও গ্রামেরকরা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে লাশটি উদ্ধার করা হয়। জালালাবাদ থানার ওসি(তদন্ত) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই যুবকের বয়স অনুমান ৩০/৩৫ বছর। তার পরনে গাঢ় খয়েরি রং এর প্যান্ট, গায়ে চেক শার্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে, লাশটি গত কিছুদিন ধরে পানিতে ডুবন্ত ছিল। এ কারণে লাশটির মুখে এবং শরীরের আরো কিছু অংশে পচন ধরেছে। পাশাপাশি শরীর ফুলে যাওয়ায় মুখমন্ডলও বিকৃত হয়ে গেছে। এ বিষয়ে জালালাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা {নং০৭(০৩)১৮)}দায়ের করা হয়েছে।