শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শান্তি লাল (৩৫) ফরিদপুর জেলার জাজিরার কাজিরহাট গ্রামের সুরুজ লালের স্ত্রী।
এ সময় তার কাছ থেকে ১৭৫০ পিস ইয়াবা, ২৪৭ পুড়িয়া গাঁজা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।