গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মহাস্থানের করতোয়া নদীর শাখায় বন্ধুদের সংঙ্গে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সাইদুল ইসলাম (১৫) নামের এক হাফেজ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া সদরের মহাস্থানের অদূরে নাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের খোকা মিয়ার পুত্র নামুজা ইউনিয়নের বামনপাড়া মাদ্রাসার ছাত্র সাইদুল ইসলাম সোমবার বিকাল ৪টায় সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ভারি বর্ষণে উজান থেকে নেমে অাসা পানিতে একাকার করতোয়া নদীর শাখায় টিউব নিয়ে বন্ধুদের সংঙ্গে সাঁতার কাটতে নামে। এসময় করতোয়া নদীর দিকে যাওয়ার পথে স্রোতের কবলে পড়ে গহিন পানিতে তলিয়ে যায়। তাৎক্ষিক তার সহপাঠীরা তাকে অনেক খোঁজা খুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। এসময় এলাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌছে নদী থেকে সাইদুল ইসলামের ভাসমান মরদেহ উদ্ধার করে। ছেলের অকাল মৃত্যুতে বাবার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।