এস আই সুমন : রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান স: প্রা: বি: শান্তিপূর্ণ ভাবে ৫ম শ্রেণীর চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার। পরীক্ষা পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, গোকুল ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকাগণ তাদের স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন।এবার এ কেন্দ্রে স: প্রা: বি: ৭ টি, গড়মহাস্থান শিশু নিকেতন ( ব্র্যাক) ১ টি, কেজি ৫ টি ও২ টি আনন্দ স্কুলের মোট ৪৭৭ জন ছাত্র/ ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশের জন্য ছাত্র/ ছাত্রীর অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য ও শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির ও অন্যান্য অফিসারদেরকে ধন্যবাদ জানান।