বগুড়া প্রতিনিধিঃ মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে বুধবার মানববন্ধন পালিত হয়। বেলা ১১টায় শহরের জিরোপয়েন্ট সাতমাথায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সহ-সভাপতি আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক সুমন সরদার, নির্বাহী সদস্য এস এম আবু সাঈদ, ইউনুস আলী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক কাজল, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আকন্দ, মাহফুজ মন্ডল, মোস্তফা মোঘল, আশরাফুল ইসলাম রতন, জহুরুল ইসলাম, প্রতিক ওমর প্রমূখ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মির্জা সেলিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।