গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতে কড়া নিরাপত্তায় সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট প্রয়াগ চলে। বিকেল ৫ টায় বিজয়িদের নাম ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ পাল। উক্ত নির্বাচনে অভিভাবক পদের ৫ টিতেই বিজয় লাভ করেন জনাব লুৎফুর রহমান প্যানেল। বিজয়ীরা হলেন গৌছ মিয়া, আব্দুল আউয়াল, এনামুল ফারুক, রেজাউল করিম এবং শাহেনা বেগম।
বিজয় ঘোষণার পর এলাকার শিক্ষানুরাগী, সচেতন মহল এবং ছাত্রসমাজের পক্ষ থেকে বিজয়ীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি জনাব লুৎফুর রহমান বলেন স্কুল এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো পাশাপাশি উক্ত এলাকাকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে কাজ করবো।