নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঢামেক হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে (ওটি) তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এরপর শিশুটিকে বার্ন ইউনিটের দোতলার পাঁচ নম্বর আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। এরআগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অপরেশন থিয়েটারে শনিবার সকাল ৯টার দিকে মুক্তামণির হাতের অপারেশন শুরু হয়।
বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, তার অপারেশন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সরঞ্জামসহ মনিটর বসানো হয়েছে।
ডা. সামন্ত লাল সেন আরো বলেন, আমরা জানি এ অস্ত্রোপচারে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জীবনরক্ষার জন্য মুক্তামণির হাতও কাটতে হতে পারে।
সকাল ৮টা ১৫ মিনিটে মুক্তামণিকে অপারেশন থিয়েটারে নেয়া হয় বলে জানান তার বাবা ইব্রাহীম হোসেন।
মুক্তামণির ডান হাতের রক্তনালীতে থাকা টিউমার অপারেশন করা হবে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।
এর আগে গত শনিবার মুক্তামণির ডান হাতের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়ে।
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।