সিলেটের আলো::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে দক্ষিণ সুরমায় বিভিন্ন সড়কের নামকরণের উদ্যোগ নেয়া হবে। একই সাথে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী উপজেলা অডিটরিয়ামের নামও একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামাঙ্কিত হবে। এবিষয়ে বেশ আগেই উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল। তবে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করছি শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ যে সমস্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, যাঁদের কোন অভিভাবক ও উত্তরসূরী নেই। তাঁদের খুঁজে বের করে যথাযথ মূল্যায়ন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইউএনও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মাননা প্রদর্শনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় কোন ঘাটতি নেই এবং এ বিষয়ে প্রশাসনেও তাঁর বিশেষ নির্দেশনা রয়েছে। আমরা তাঁর নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলা অডিটরিয়ামে ৫১তম বিজয় দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের বৈকালিক অধিবেশনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক নেতা, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুর আলম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা প্রকৌশলী আরাফাত ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ ও সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খানসহ উপজেলা প্রশাসনের প্রতিটি দফতর প্রধান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইউনুছ আলী ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়।
অধিবেশনের শেষপর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্ববোধক ও লোকগান পরিবেশন করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বিশিষ্ট কন্ঠশিল্পী এমএইচ নিজাম, সীমা সরকার পূরবী, বাউল রুহুল আমিন, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজা বেগম এবং নৃত্য পরিবেশন করেন সিলেটস্থ একাডেমি ফর মণিপুরী কালচারাল এন্ড আর্টস-এর শিক্ষার্থীরা।