সিলেটের আলোঃঃ মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর স্ত্রী হাওয়ারুন নেছার ইন্তেকাল
গোয়াইনঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিম আলীর স্ত্রী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জসীম উদ্দীনের মাতা মোছাঃ হাওয়ারুন নেছা (৬৫) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর ২০২০ ইং) দুপুর ১ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার ছেলে ,এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মরহুম হাওয়ারুন নেছা শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় তাঁকে বাড়ী থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা থাকাকালীন তিনি মারা যান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোয়াইনঘাট
উপজেলার নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে এশার নামাজের পর দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের আলো টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাদিকুর রহমান সোহেল