সুনামগঞ্জের দিরাইয়ে স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীর হত্যাকারী ঘাতক ইয়াহিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজ সদর সিলেট’র উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
সংঘটনের আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপত্বিত্বে ও সুজনের সহ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আখতার, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের (বামাসাক) সভাপতি ফয়সল আহমদ বাবলু, পরিবেশ ও হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমীর রেজা, মানবাধিকার সংগঠক ফরিদা নাসরিন, কবি আবিদ ফায়সাল, উইমেন ওয়ার্ডসের অদিতি দাস, ব্র্যাক জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দিন, মো, শাহ আলম, মুহিবুর রহমান, এমএ শিহাব, আহসানুল হক দিদার, ব্র্যাক কর্মকর্তা নির্মল কুমার সাহা, মো. হাবিবুল্লাহ, আবু সাইয়িদ, মামুনুর রশীদ, পল্লী সমাজের নেত্রী আয়েশা আখতার, আমেনা বেগম, মরিয়ম বেগম, শিউলি বেগম ও সাধারণ সদস্য প্রমূখ।
সভায় বক্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, মুন্নী হত্যাকারী ইয়াহিয়ার পরিবারের লোকজন প্রভাবশালী মহলে যোগাযোগ করছেন। তারা এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের নানা অপচেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা অবিলম্বে এমসি কলেজে মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্ঠার মত দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানান।