সিলেটের আলোঃঃ সিলেট ডায়াবেটিক হসপিটাল এর মেডিকেল টেকনোলজিস্ট জাহিদ ও ল্যাব সহকারী সবিতা ধর চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অদ্য ২৭/০২/২০২১ তারিখ বেলা ২ ঘটিকার সময় সিলেট ডায়াবেটিক হসপিটাল পুরান লেন জিন্দাবাজার সিলেট। নিজ ইচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নিলেন সিলেট ডায়াবেটিক হসপিটাল এর মেডিকেল টেকনোলজিস্ট জাহিদ আহমেদ ও সবিতা ধর চৌধুরী, কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে পরিচালনা করেন সিনিয়র অফিস সহকারি লিয়াকৎ হোসেন। উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক হসপিটাল এর স্বনামধন্য সুপারিনটেনডেন্ট ডাক্তার ললিত মোহন নাথ, ও ডাক্তার স্বপন কুমার, ডাক্তার রাশেদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা ল্যাব ইনচার্জ মালেক খান ও ওয়ার্ড মাস্টার তাজুল ইসলাম, মুহিদ খান, রাকি বেগম, তাহের আহমদ রফিক আহমদ ল্যাব সহকারী রিনা বেগম মাধবী রানী। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক হসপিটাল এর স্বনামধন্য সুপারিনটেনডেন্ট ললিত মোহন নাথ ও ল্যাব ইনচার্জ মালেক খান, পরে বিদায়ীস্বনামধন্য কর্মকর্তাগনের হাতে উপহার তুলে দেন হসপিটালের সুপারিনটেনডেন্ট ললিত মোহন নাথ।