সিলেটের আলো:: গত ২৭ জুন বুধবার রাতে মোগলাবাজার থানা নৈখাই গ্রামের ২ টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা ২ টি বাড়ী থেকে প্রায় লক্ষাধীক টাকার মালামাল ও স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে।
এসময় ডাকাতদের দায়ের কোপে ও ছুরিকাঘাতে কমপক্ষে ২ ব্যক্তি আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে ১৮/২০বছর বয়সী ১০/১২জনের একদল সশস্ত্র ডাকাত নৈখাই কতুবপুর গ্রামের দানা মিয়ার বাড়ীতে হানা দেয়।
তারা বাড়ীর দর্ষা গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তাসহ বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, র্স্বালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এ সময় জোরে চিৎকার করার কারণে লাঠি দিয়ে পিটিয়ে গৃহকর্তাসহ ২ জনকে আহত করে ডাকাত দল।
ওই রাতেই একই এলাকার জলকরকান্দী গ্রামের মকুল মিয়ার বাড়ীতে রাত দেড়টার দিকে ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের অলংকার ও ২টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। ডাকাতদল এলাকায় ডুকেছে বলে অন্যএকজন এলাকার মানুষকে জানালে পরে স্থানীয় লোকজন এসে ঐ গ্রামের বাড়ীটি গেরাও করে স্হানীয় জনতা ৫ জন ডাকাতকে দরতে সক্ষম হন।পরে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্হা করা হয়। মোগলাবাজার থানা ডাকাতির খবর শুনে রাতেই পুলিশের টহল দল এলাকায় টহল জোরদার করে। অতিসম্প্রতি মোগলাবাজার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়েই চলছে।