সিলেটের আলো ঃঃ নিয়মিত দেখা যায় যে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগান দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ালো মোগলাবাজার থানা পুলিশ এসএমপির মোগলাবাজার থানার উদ্যোগে ৩য় লিঙ্গের জনগোষ্টির মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়,
এসএমপির মানবিক পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া, বিপিএম, এর অনুপ্রেরনায় মোগলাবাজার থানা পুলিশ আজ ০৯ রমজান ০৩ মে ২০২০খ্রিঃ দুপুর ০১:৩০ ঘটিকায় গোটাটিকর পিওএম অফিসের সামনে ৩য় লিঙ্গের জনগোষ্টির ১০ (দশ) পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ০১ কেজি ডাল, ০১ লিটার সোয়াবিন তৈল, ০১টি সাবান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আমিন উপ-পুলিশ কমিশনার, পিওএম, এসএমপি, সিলেট। তিনি এসময়ে উপস্থিত খাদ্য সহায়তা গ্রহণকারী ৩য় লিঙ্গের জনগোষ্টিকে বর্তমান করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।