ছাদিকুর রহমান সোহেলঃ
গত ২২/০৯/২০২২খ্রিঃ জকিগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ সাহেব নিজ কর্মস্থল জকিগঞ্জ হতে সিলেট শহরে প্রাইভেট কার যোগে আসাকালে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সন্ধ্যা আনুমানিক ০৬.৫০ ঘটিকার সময় উক্ত প্রাইভেট কারের চালক ও যাত্রীবেশে থাকা ০৩ জন ছিনতাইকারী তাঁকে ছুরির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁর ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, মডেম, নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মোগলাবাজার থানার মামলা নং-১৭, তারিখ-২৭/১০/২০২২খ্রিঃ, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার)(সংশোধনী) আইন ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। অতঃপর তদন্তকালে ২৭/১০/২০২২খ্রিঃ তারিখ সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা রূপক কুমার সাহা মহোদয়ের নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, এসআই কল্লোল গোস্বামী, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই সাখাওয়াত হোসেন, এসআই কৌশিক সরকার, এএসআই আব্দুল জলিল, এএসআই হারিছ আলী সঙ্গীয় ফোর্সসহ রাত ব্যাপী এসএমপির শাহপরান (র:) থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত থাকা আসামী ১। মোঃ লাবুল হোসেন (লাভলু)(৩৬), পিতা-মৃত আব্দুল মন্নান মজুমদার, মাতা-বানু বেগম, সাং-খাদিমপাড়া, (বর্তমান ঠিকানা-ইসলামপুর, আলুরতল বাঘমারা) থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট, ২। জুয়েল আহমদ রাহুল(২৬), পিতা-আব্দুল মতিন তালুকদার, সাং-ইসলামপুর, (কলোনী হাই স্কুলের পিছনে, সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন) বর্তমান-শিবগঞ্জ (বাসা নং- নবারুন-১২১ সোনার পাড়া, থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট, ৩। রিয়াজ আহমদ ইমন(১৯), পিতা-সাইদুল ইসলাম, সাং-শিমুল বাগান আদর্শগ্রাম, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-পীরেরচক, ইসলাম মিয়ার কলোনী, থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেটদের গ্রেফতার করে ছিনতাইকৃত মোবাইল ফোন , ল্যাপটপ এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত ছুরি ও প্রাইভেটকার উদ্ধার করা হয়। আসামী মোঃ লাবুল হোসেন লাভলু এর বিরুদ্ধে ১। এসএমপি কোতয়ালী থানার মামলা নং-০২, তাং-০৪/০২/১৭খ্রিঃ ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ২। এসএমপি দক্ষিন সুরমা থানার মামলা নং-০৮, তাং-১৭/০৩/২০১৭খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড, আসামী জুয়েল আহমদ রাহুল এর বিরুদ্ধে ১। এসএমপি দক্ষিন সুরমা থানার মামলা নং-০২, তাং-০২/০১/২০১৭খ্রিঃ ধারা-৩৯৪/৩০২/২০১/৪১১/৪১২ পেনাল কোড ২। এসএমপি দক্ষিন সুরমা থানার মামলা নং-০৫, তাং-০৭/০৫/২০২১খ্রিঃ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার)(সংশোধনী) আইন ২০১৯ এর ৪/৫ এবং আসামী ইমন মিয়া এর বিরুদ্ধে এসএমপি শাহপরান(রঃ) থানার মামলা নং-২২, তাং-২০/০৭/২২খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৭৯ পেনাল কোড পাওয়া যায়। আসামীদেরকে ২৭/১০/২২খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মুঠোফোনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন মোগলাবাজার থানার এএসআই আব্দুল জলিল।