সিলেটের আলোঃঃ সিলেট মার্ডার মামলার আসামি মানিক মিয়া গ্রেফতার মৃত চেরাগ আলী (৫৫) পিতাঃ আরিছ আলী। সাং নেগাল, থানা মোগরাবাজার, চেরাগ হত্যাকাণ্ডের দশ নম্বর আসামি মানিক মিয়াকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। সোমবার রাত ৭ টার দিকে মানিক মিয়া কে তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ , মানিক মিয়া কে গ্রেফতারের কথা জানান মোগলোবাজার থানার পুলিশ এ, এস, আই, আব্দুল জলিল। আব্দুল জলিল জানান গোপন সূত্রে জানা যায় মানিক মিয়া তাহার নিজ বাড়িতে অবস্থান করছেন তখন আমি ঘটনাস্থলে আমার ফোর্স নিয়ে যাই তখন পলাতক আসামি মানিক মিয়াকে গ্রেফতার করতে আমি সক্ষম হই।
মোঃ মানিক মিয়া (৪৬) পিতাঃ আব্দুল মুনিম সাং নেগাল, থানাঃ মোগরাবাজার, সিলেট।
মোগরাবাজার থানার মামলা নং ১৬, মানিক মিয়া দীর্ঘদিন থেকে পলাতক আসামি ছিল নেগাল গ্রামের সৈদুর রহমান ও আঃ রহমানের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ মিমাংসা করতে গিয়ে নিহত হন চেরাগ মিয়া। এই মামলায় পলাতক ১০ নম্বর আসামি ছিলেন মানিক মিয়া
সমবার রাত ৭ টার দিকে মানিক মিয়া কে গ্রেফতার করার পর মোগলোবাজার থানায় হস্তান্তর করা হয়।