সিলেটের আলোঃঃ এসএমপি মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব পলাশ রঞ্জন দে ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জনাব আখতার হোসেন এর নেতৃত্বে এস.আই /রাজীব কুমার রায় ও এ.এস.আই /৩৩৭ মো:সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। এসএমপি এর শাহপরাণ (রঃ) থানার এফ আই আর নং-৯/৩৮, তারিখ- ১০ মার্চ, ২০১৮; ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০; শাহপরান জি.আর-৩৮/১৮ ও ২। মৌলভীবাজার জেলার রাজনগর থানার মামলা নং- ২৩ তারিখ: ৩০/০৪/২০১৯ খ্রি: ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, রাজনগর জি.আর – ১০৭/১৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত কুখ্যাত মোটরসাইকেল চোর মো: কয়েছ আহমদ তালুকদার (৩৩), পিতা- শহিদ আলী তালুকদার, মাতা- মৃত সুফিয়া বেগম,স্ত্রী- রুহেলা বেগম গ্রাম- গোটাটিকর (২৭ নং ওয়ার্ড) (পূর্বপাড়া) ,উপজেলা/থানা- মোগলাবাজার, সিলেটকে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। মোটরসাইকেল চোর কয়েস এর বিরুদ্ধে ১।সিলেট এর ওসমানীনগর থানার এফ আই আর নং-১৭/৮৯, তারিখ- ২১ মে, ২০১৯; জি আর নং-৮৯/১৯, তারিখ- ২১ মে, ২০১৯; সময়- ১৩.৪০ ঘটিকা। ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ ২। সিলেট এর কানাইঘাট থানার এফ আই আর নং-১১/৮৩, তারিখ- ১৯ এপ্রিল, ২০১৯; জি আর নং-৮৩, তারিখ- ১৯ এপ্রিল, ২০১৯; সময়- ২১.৩০ ঘটিকা ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৩।এসএমপি এর শাহপরাণ (রঃ) থানার এফ আই আর নং-১৮, তারিখ- ২২ অক্টে, ২০১১; সময়- ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০ ৪। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৩/৩৩, তারিখ- ০৩ ফেব্রু, ২০১৭; সময়- ১২.১৫ ঘটিকা ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ মামলাসমূহ রহিয়াছে।