কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মোবাইল চুরির অপবাদে আম গাছের সঙ্গে বেঁধে দুই শিশুর ওপর অমানষিক নির্যাতন চালিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই নির্মম ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দুই শিশুর পরিবার সূত্র জানান, ৪/৫দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমন্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল খোয়া যায়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে। বুধবার বিকেলের দিকে এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু তাদের বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুর বাড়ির সামনে আমগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে শিশু আসিফের পরিবারের সদস্যদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় তারা। সন্ধ্যায় শিশু জুয়েলকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় শিশু জুয়েলের ভাই রব্বেল খান বাদী হয়ে ৩ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেছে। এদের মধ্যে তানজিল ও তার শাশুড়ি রোকেয়াকে আটক করা হয়েছে। মীর আক্কাস ওরফে মিরুকে আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি আব্দুল খালেক।