সেই দা দিয়েই তাকে ১০ টুকরো করলো শ্যালক। নিহত সরণ বাউরির (৪০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮ টার উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে এই খুনের ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক সুশান বাউরিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাতলাপুর চা বাগানের নিহত সরণ বাউরির স্ত্রী একই বাগানের লতিকা বাউরি (৩২) পারিবারিক কলহের জের ধরে দীর্ঘ দিন থেকে শ্বশুরবাড়ীতে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে তাকে শ্বশুরবাড়ী থেকে নিতে আসেন। এ সময় সে যেতে না চাইলে তাকে দা’র ভয় দেখিয়ে বাড়ীতে নিতে চাইলে এতে বাধা দেন শ্যালক সুশান বাউরি (২৫)। এনিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে সুশান দুলাভাইর কাছ থেকে দা কেড়ে নিয়ে সেই দা দিয়ে দুলাভাই সরণ বাউরিকে কেটে ১০ টুকরো করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সরণ বাউরির ১০ টুকরো লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত শ্যালক সুশার বাউরিকে আটক করা হয়েছে।