ডেস্ক : মৌলভীবাজার নগরীর দরগা মহল্লা এলাকায় রোববার বিকেলে জুস পান করে শিশু ও বৃদ্ধাসহ ৪জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শিশু মিম, বিথী বেগম, মমতাজ বেগম ও রুবিনা খাতুন। েএর সবাই শহরের দরগা মহল্লার বাসিন্দা। মিমের মা পাবিন বেগম জানান, স্থানীয় একটি দোকান থেকে এফিকস ম্যাংগো ফ্রুট ড্রিংকস জুস খাওয়ার পর তার সন্তানসহ চার অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
মৌলভীবাজার সদর হাসপাতাল জানিয়েছে, শিশুদের অবস্থার উন্নতি হচ্ছে। তাদেরকে পযর্বেক্ষণে রাখা হয়েছে। আশা করি দ্রুত তাদের জ্ঞান ফিরে আসবে।