এনামুল হক,ঃসিলেটের আলোঃঃ
ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার বর্ষপুর্তি পালিত
ময়মনসিংহের ত্রিশালে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার বর্ষপুর্তি পালন করা হয়েছে।
সোমবার (০১ মার্চ) বেলা ১১টার সময় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রতিনিধি’র আয়োজনে ত্রিশাল পৌরসভা কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর সভা অফিসের সামনে এসে সমাপ্ত হয়। র্যালী শেষে পৌরসভার সভা কক্ষে কেক কেটে আলোচনা সভার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ। অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ক্রাইম চীফ খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন সরকার, ত্রিশাল পৌর সভার কাউন্সিলর মানিক সাইফুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন। সভাপত্বি করেন দৈনিক আমাদের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তাফা সরকার, সাবেক সভাপতি খুরশিদুল আলম মুজিব, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি একেএম সাদিকুর রহমান কিরণ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক মৃধা, কোষাধ্যক্ষ নূরুল আমীন, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ মিয়া, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আরিফুর রহমান রাব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ। ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন তালুকদার, আমার সংবাদ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার ফরহাদ হোসাইন, আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোমিন তালুকদার, দৈনিক নবকল্যাণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ্ আল মামুন, সাংবাদিক ফাতেমা শবনম, আরোয়ার জাহান পারভেজ, ইসরাত জাহান নিপা, ইউসুফ আলী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকির অনুষ্ঠান শেষে পত্রিকার দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ সহ অনুষ্ঠানে আগতদের ফুলেল শুভেচ্ছা জানান হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।