আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের রিকাবীবাজার সড়ক উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানি ঢাকা ও চট্টগ্রামে উড়াল সড়কের সুফল পাওয়া গেছে। যানজট এখন আগের তুলনায় অনেকাংশে কমেছে। যানজট সহনীয় পর্যায়ে আসলে সময় সাশ্রয় হবে, দেশের অর্থনীতি গতিশীল হবে।
তিনি বলেন, মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর টেকসই উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপগুলোর প্রশংসা সবাই করছে। এ ধারাবাহিকতা ২০২৪ সাল পর্যন্ত চললে খুব কম সময়ে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব।
মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের আর্থ সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন আসে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে। তাই, সরকার এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর পুলিশ লাইনস পয়েন্ট থেকে মীরের ময়দান পর্যন্ত ৪ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৫৫ ফুট প্রস্ত ডিভাইডার সড়ক নির্মাণ শেষে উদ্বোধন করেন অর্থমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা ডা. চঞ্চল রোডের এই প্রশস্তকরণে সড়কের দৃষ্টিনন্দনতা যেমন বাড়ছে তেমনি সিলেট নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।