সিলেটের আলো:: যে বয়সে লেখাপড়া করার কথা ছিল সেই বয়েসে ভিখারি কেন, অবুজ বয়েসে লেখা পরার কথা কিন্তু রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে জীবন বাছাচ্ছে এই অবুঝ শিশুটি টাকা লিপ্সায় পড়ে পাষাণ বাবা অবুঝ শিশুটিকে ভিক্ষার বাজারে পাঠিয়ে দিল বাবা প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৬ টা পর্যন্ত এই ছেলেটি কে ভিক্ষা করার জন্য পাটায়, সিলেটের হেতিমগঞ্জ থেকে কদমতলী পর্যন্ত প্রতিটি বাসে উঠে তারপর নিজেকে অসহায় পরিচয় দেয় বাবা ও মা অসুস্থ পরিচয় দিয়ে প্রতিদিন নিয়মিত ৫০০ টাকা ১০ টাকা ২০ টাকা করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই ছেলে প্রতিদিন সর্বমোট ১০০০ টাকা করে প্রতিদিন নেয়, এই ছেলেটি কিন্তু বাবা সুস্থ আছেন তারপর টাকা দিয়ে বাবা বসে বসে খাচ্ছে বাবা এই ছেলেটিকে দিয়ে নতুন ব্যবসা শুরু করলেন