সিলেটের আলো:: রংপুরের আঞ্চলিক ভাষায় সুর ছন্দের হলুদ রাতে চমক দিলেন এরশাদ পুত্র এমপি সাদ।
বিনা নেমন্তন্নে অচেনা এক বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে বসলেন হলুদের পীড়িতে।
নিমন্ত্রণ ছাড়া এরশাদপুত্রের এমন আন্তরিক উপস্থিতি হৃদয়কে ছূয়ে গেছে সবার। রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল-মাহি সাদ এরশাদ যেন এ ভালোবাসা ও আন্তরিকতার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতে স্ত্রীকে সাথে নিয়ে নিজ এলাকায় ঘুরতে বের হন সাদ এরশাদ।
ঘুরতে ঘুরতে নগরীর জুম্মাপাড়ার একটি বাড়িতে সামান্য আলকসজ্জা দেখে কৌতুহল জাগে তার মনে। জানতে পারেন বিয়ে উপলক্ষে বাড়িটিতে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। অমনি স্ত্রীর হাত ধরে হেটে হেটে সোজা চলে যান বাড়ির ভেতরে।
উপস্থিত সবাইকে চমকে গিয়ে সালাম বিনিময় করে গিয়ে বসলেন গায়ে হলুদের পীড়িতে (মঞ্চে)। প্রথমে বিশ্বাস না হলেও, মধ্যরাতে এরশাদপুত্র ও তার সহধর্মিণীর উপস্থিতিতে প্রাণবন্ত আর আনন্দঘন হয়ে অনুষ্ঠানের বাকি সময়টুকু।
ভাওয়াইয়ার সুর আর হলুদের আঞ্চলিক গানের তালে চলে হলুদ ছোয়া। সাদ এরশাদের সাথে ফটোসেশন আর পরিচয়পর্ব। নেহাতই নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ের গায়ে হলুদের ঘরোয়া আয়োজনে সাবেক রাষ্ট্রপতির পুত্রের এরকম সরব উপস্থিতি আনন্দের মাত্রা বাড়িয়েছে।
এসময় সাদ এরশাদের স্বভাবসুলভ হাসি আর আন্তরিকতা উপস্থিত সকলের হৃদয়কে ছূয়ে যায়। উপস্থিত সকলের উদ্দেশ্যে সাদ এরশাদ বলেন, আমি আপনাদের সন্তান। রংপুরের সবাই আপনজন। আমি তো আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি।
আপনাদের পাশে থাকাই আমার দায়িত্ব।