সিলেটেরআলো ডেস্কঃবানের পানিতে ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর জন্য বেগম রওশন এরশাদের তৃতীয় দফা ত্রান সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।রোববার থেকে শুরু হওয়া সেই ত্রাণসামগ্রী তৈরি খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, শুকনো খাবার, দিয়াশলাই, মোমবাতি বানবাসীদের মধ্যে পৌঁছে দেবে সহায়তা কমিটি । ত্রান সহায়তা কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে ছিলেন বেগম রওশন এরশাদ। এবার ও পাশে থাকবে এরশাদের দল জাতীয় পার্টির নেতা কর্মীরা ও তার ব্যক্তিগত সহায়তা অব্যাহত থাকবে। অসুস্থ বেগম রওশন এরশাদ সকলের কাছে দোয়া চেয়েছেন। সেনাবাহিনীর অগ্রণী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন বিরোধী দলের এই নেতা। পাশাপাশি বানবাসী সিলেট বিভাগের মানুষের পাশে থাকার জন্য দেশ ও প্রবাসের সকলকে অনুরোধ জানিয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার আহবানও জানান বিরোধী দলের এই নেতা।