রসিক নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করায় জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ অালহাজ্ব সেলিম উদ্দিন এমপি শুভেচ্ছা ও অান্তরিক অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি বলেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পল্লীবন্ধু অালহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বিপুল ভোটে জয়লাভ প্রমান করে জাতীয় পার্টির প্রতি মানুষের অগাধ ভালবাসা অার জনপ্রিয়তা অাকাশচুম্বি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ,সিলেট ৫(জকিগন্জ-কানাইঘাট)অাসনের হুইপ অালহাজ্ব সেলিম উদ্দিন এমপি তার অভিনন্দন বার্তায় অারো বলেন,বিজয়ের মাসে রংপুর থেকে এরশাদের বিজয়ধ্বনি শুরু হয়েছে ,শান্তিপ্রিয় এদেশের জনগন শান্তিতে থাকতে চায় তাই শান্তির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করায় রংপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।