নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের। ফলে দামও কিছুটা কমেছে। ঈদের পর অন্যান্য মাছের দাম যেখানে চড়া, সেখানে মাছের রাজা ইলিশের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।
মাছ ব্যবসায়ীরা জানান, এখন ইলিশের মৌসুম না হলেও উপকূলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে।
শুক্রবার রাজধানীর আব্দুল্লাহপুর পাইকারী মাছের আড়ত ও কাওরানবাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকায়। ৫’শ থেকে ৬শ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৩’শ থেকে সাড়ে ৪’শ টাকায় বিক্রি হচ্ছে।
আব্দুল্লাহপুর মাছের আড়তের মাছ ব্যবসায়ী কালাম বলেন, ইলিশের সরবরাহ বেড়েছে। তাই দাম কমতির দিকে। সরবরাহ বাড়লে দাম আরো কমতে পারে।
এদিকে ইলিশ মাছের দাম কমলেও অন্যান্য মাছের দাম চড়া। প্রতি কেজি কাতল ৩২০ থেকে ৪’শ টাকা, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩২০ টাকা, পাঙ্গাস ১৫০ থেকে ২২০ টাকা, টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা, মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকা, সরপুঁটি ৩৫০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের পাশাপাশি সবজির দামও চড়া। ঈদের পর সবজির দাম কিছুটা কমতে পারে ভোক্তাদের এমন আশা থাকলেও বাস্তবে এর প্রতিফলন নেই।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ও ঝিঙ্গা ৪০ থেকে ৫৫ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।