মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন হাজী ফ্লাওয়ার মিলের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ( ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টম্বর) সকাল ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানিয় বাসিন্দা মোঃ কাওসার হোসেন ও কলেজ ছাএী সারমিনা আক্তার সুমি বলেন, সকালে এলাকার কয়েকজন মহিলা পুকুরের পাশ দিয়ে যাবার সময় মরদেহটি ভাসতে দেখে এলাকার অন্যান্যদের খবর দেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল বাশার মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরহদেহের গায়ে একটি লাল রংয়ের হাফ হাতা শার্ট রয়েছে এবং নিচের অংশে নগ্ন এছাড়া মরদেহের নাকে মুখে রক্ত দেখাগেছে ও অ- কোষ ফোলা রয়েছে। রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (ক্রইম) মোঃ আছাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করে বলেন পুলিশ অজ্ঞাত মরদেহটির পরিচয় খোজার চেষ্টা করছে। মরদেহের পরিচয় ও ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।