মো : হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীতে জনপ্রিয় অনলাইন নিউজ পের্টাল বিবার্তা২৪ নেটের ষষ্ট প্রতিষ্ঠাবাষিকী পালন তরা হয়। এ উপলক্ষে রেলি, আলোচনা সভা ও কেকে কেঠে উর্যাপোন করা হয় বুধবার (২ আগষ্ট) দুপুরে বিবার্তার পাঠক ফোরাম রাজবাড়ীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে শহরের পান্না চত্বরে স্থানিয় দৈনিক মাতৃকন্ঠ পএিকার কার্যালয় থেকে এক বর্ণঢ্য রেলি বের করা হয় রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিবার্তার জেলা প্রতিনিধি শিহাবুর রহমানের সাভাপতিত্বে। আলোচনা শেষে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠাবাষিকীর ছয় পাউন্ড ওজনের কেক কাটেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এম এ খালেক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সমাদ মিয়, বিবার্তার পাঠক ফোরামের সভাপতি আবুল কালাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও আমাদের অর্থনীতি পএিকার প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, যুমনা টিভির জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি আশিকির রহমান, কালান্তর সংবাদ২৪. কম এর জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন সরদার, ও মাতৃ কন্ঠের স্টাফ রিপোটার রফিকুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।