সিলেটে আলো:: আজ রাতেই চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । আজ রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, রাত ১১ টার দিকে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে যাবেন । তার সঙ্গে যাবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার দেশের বাইরে যাওয়ার কথা পার্র্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও নিশ্চিত করেছেন।
রাঙা বলেন, জাতীয় পার্টি মহাজোটে ২৯টি এবং উন্মুক্ত সহ ১৭৪টি আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। মহাজোটে জাতীয় পার্টি যে ক’টি আসন পেয়েছে তাতে পার্টির নেতা-কর্মীরা সন্তুষ্ট নয়। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা মেনে নিচ্ছি।