সিলেটের আলো ডেস্ক : মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সন্তান ইমরানুল হাসানকে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জন প্রশাসন মন্ত্রণালয়ের কতৃক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসানকে স্ববেতনে প্রেষণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ন্যস্ত করা হল। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকরেরও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ইমরানুল হাসান বিসিএস এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ন হয়ে দীর্ঘ দিন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সিলেট জেলা জজ কোর্টের সরকারী ভিপি কৌসুলী এড. মো. রাজউদ্দিনের জামাতা।