কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার ভোরে উপজেলার মধুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শামশুল আলম (৫৫) ও তার দুই বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে। তারা সম্প্রতি আশ্রয়ের আশায় বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, তার ইউনিয়নের কুতুপালং মধুরছরা গুলশানপাহাড় দুর্গম এলাকা। এবার আসা রোহিঙ্গারা দুর্গম পাহাড়েও ঝুপড়ি তুলে বাস করছে, যা হাতির নিয়মিত বিচরণ ক্ষেত্র।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ভোরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে হাতির পাল নেমে আসে লোকালয়ে। এ সময় ওই এলাকার ক্যাম্পের রোহিঙ্গার দিগ্বিদিক হয়ে ছোটোছুটি করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যুর। এ সময় আহত হন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত বাবা ছেলের উদ্ধার করা হয়েছে।